ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

ময়মনসিংহে পিইসি ও জেএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ময়মনসিংহে পিইসি ও জেএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪১৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি ও লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ গ্রেটার।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার।

বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি ও লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ গ্রেটারের প্রেসিডেন্ট মো. নাজমুল ইসলামের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম. ফয়জুল হক, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মাহাবুব আলম, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল নিহার রঞ্জণ রায়, প্রিন্সিপাল শফিকুল হায়দার মুকুল, দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাছ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।