ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঘিওরে গণিত অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ঘিওরে গণিত অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে গণিত অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাবরা শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়, বানিয়াজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় , বালিয়াখোড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির ২৯০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।

 
 
এ উপলক্ষে সভায় সভাপতিত্বে করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
 
গণিত অলিম্পিয়ার্ডে  ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে বানিয়াজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি রাজবংশী। প্রতিযোগিতায় একই নম্বর পেয়ে ৬ জন দ্বিতীয় ও ১৬ জন তৃতীয় হয়।
 
খ গ্রুপে শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী কেকা সাহা প্রথম স্থান অর্জন করে। এছাড়া, একই নম্বর পেয়ে ৪৭ জন দ্বিতীয় ও ৮৫ জন তৃতীয় স্থান অর্জন করে।  
 
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।