ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সূবর্ণজয়ন্তী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সূবর্ণজয়ন্তী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ৫০ বছর পূর্তিতে দুই দিনব্যাপী ‘সূবর্ণজয়ন্তী’ উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।



শোভাযাত্রাটি নান্দিনা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে উৎসবের উদ্বোধনী সভা করা হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো. আশরাফ হোসেন তরফদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অলোক ভদ্র, মোজাফফর হোসেন, মো. বাহাজ উদ্দীন, কলেজের সাবেক ছাত্র মো. আব্দুল করিম, ফজলুল হক ফালু, রফিকুল ইসলাম মনু, আক্তারুজ্জামান বেলাল প্রমুখ।

এ উৎসবে শুক্রবার সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীসহ অন্যান্য শিল্পীরা।

এছাড়া শনিবার উৎসবের শেষদিনে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আবুল কালাম আজাদ, জামালপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. শহীদুল্লাহ প্রমুখ।

শনিবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, জানে ই আলম, লিমু, নজরুল বাবু ও বিপাসহ অন্যান্য শিল্পীরা।

এছাড়া অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করবেন শাহীন ও সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল লালন ও হৃদম।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।