ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: বর্তমান শিক্ষা দিয়ে নতুন প্রজন্মকে উন্নত করা যাবে না। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। তাই নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, তাই নতুন করে গণতান্ত্রিক, বৈজ্ঞানিক ও আধুনিক শিক্ষানীতি করেছি। নতুন প্রজন্মের মাঝে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা সৃষ্টিই হবে আমাদের ভবিষ্যত লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক শেখ আনোয়ার হোসাইন।

কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আশরাফ হোসেন তরফদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, কলেজের সাবেক ছাত্র মো. আব্দুল করিম, রফিকুল ইসলাম মনু প্রমুখ।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, জানে-ই আলম, লিমু ও নজরুল বাবু। কৌতুক পরিবেশন করেন শাহীন। এছাড়াও জনপ্রিয় ব্যান্ডদল লালন ও হৃদমের শিল্পীরা মঞ্চ মাতান।  

শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় কলেজের দুই দিনব্যাপী সূবর্ণজয়ন্তী উৎসব।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।