ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অর্ন্তভুক্তির দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সোমবার (২৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

পরে প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি থেকে সরে দাঁড়ান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এসময় তারা অবিলম্বে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অর্ন্তভুক্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

দু’বছর ধরে এ আন্দোলন করে এলেও এখন প্রায় প্রতিদিনই শিক্ষার্থীরা বিক্ষোভ, মিছিল, সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছেন। অনুষদ হিসেবে অর্ন্তভুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীদের।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।