ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে নবীনবরণ

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বশেমুরবিপ্রবিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চতুর্থ তলায় নবীন বরণের আয়োজন করে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খোন্দকার ও অধ্যাপক মো. নাসিরউদ্দিন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় সভাপতি মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মো. উজ্জল হুসাইন, ঈশিতা রায়, ওমর ফারুক ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
 
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন বিভাগীয় শিক্ষকরা। নবীন বরণ ও আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।