ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় বেতন স্কেলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্ত না করায় গত ২১ দিন ধরে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার (০১ মার্চ) মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন তারা।



তবে সচিবালয় গেটের দিকে প্রবেশের আগেই পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। পরে সেখানেই বসেই দাবি মেনে নিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাতে থাকেন তারা।
 
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমিতির প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান, সিনিয়র সহ সভাপতি মওলানা নজরুল ইসলাম হিরন, মওলানা শাহজাহান, তাজুল ইসলাম, আনিসুল হক, ইনতাজবিন হাকিম, রেজাউল করিম, সরদার কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।