ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবিতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, মার্চ ১৭, ২০১৬
জাবিতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া-মোনাজাতের আয়োজন করেছে জাবি শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।