ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী পন্থিদের জয়

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী পন্থিদের জয়

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী পন্থি শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)।

সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫টির মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টিতেই জয়ী হয়েছেন তারা।

অপরদিকে বিএনপি-জামায়াত পন্থি শিক্ষকদের সাদা প্যানেল একটি সদস্য পদে জয়ী হয়েছেন।

শিক্ষক সমিতির প্রধান নির্বাচন পরিচালক ওমর ফারুক সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলানিউজকে জানান, সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।

এছাড়া সহ সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী, কোষাধ্যক্ষ পদে পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. দীলিপ কুমার মণ্ডল, যুগ্ম-সম্পাদক পদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন।

১০টি সদস্য পদে হলুদ প্যানেল থেকে বিজয়ীরা হলেন, অধ্যাপক ড. এমাজ উদ্দিন, সাদিকুল ইসলাম, মানিকুল ইসলাম, এস এম জাহিদ হোসেন, সুমনা সরকার, একরামুল ইসলাম, মুনিরুজ্জামান, জুলফিকার আলী ও আহসান হাবিব।

এছাড়া বিএনপি-জামায়াত পন্থি শিক্ষকদের সাদা প্যানেল থেকে একমাত্র বিজয়ী সদস্য হলেন অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ