ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, জুলাই ১৪, ২০১৬
৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

ঢাকা: ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
বৃহস্পতিবার (১৪ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


 
পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।  
 
গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে ১৩ হাজার ৮৩০ জন উত্তীর্ণ হন।
 
এরআগে ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
 
বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দিয়ে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।