ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বহিরাগত যুবক আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, জুলাই ১৯, ২০১৬
রাবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বহিরাগত যুবক আটক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় শরিফুল ইসলাম নামে বহিরাগত এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের পেছন থেকে তাকে আটক করা হয়।

তিনি মহানগরীর মাসকাটাদিঘী এলাকার মনসুর আলীর ছেলে।

মতিহার থানার ডিউটি অফিসার আক্তার হোসেন বাংলানিউজকে জানান, সকালে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মন্নুজান হলের পেছনের রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় শরিফুল ওই ছাত্রীর পথরোধ করে উত্ত্যক্ত করতে থাকেন।

এতে ছাত্রীর চিৎকারে ওই এলাকায় দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা ছুটে এসে শরিফুলকে আটক করে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।