ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির লোকপ্রশাসন বিভাগে শুরু হচ্ছে সাপ্তাহিক কোর্স

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
জাবির লোকপ্রশাসন বিভাগে শুরু হচ্ছে সাপ্তাহিক কোর্স

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগে চালু হচ্ছে সাপ্তাহিক কোর্স ‘হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস’।

বৃহস্পতিবার (২৮ জুলাই) লোকপ্রশাসন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে কোর্সটি নতুন। শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক-মালিক সম্পর্ক কেমন হওয়া উচিত লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা তা খুব ভালোভাবে জানে। এ কোর্সের মাধ্যমে শ্রমিক-মালিক সম্পর্ক বৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখবে।
বুধবার (২০ জুলাই) থেকে এ কোর্সের ভর্তির আবেদন ফরম ছাড়া হয়েছে, আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট।

১২ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮০ নম্বরের লিখিত ও নৈর্ব্যক্তিক এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত ও নৈর্ব্যক্তিক ৮০ নম্বরের মধ্যে রয়েছে সাধারণ জ্ঞান-৩০, ইংরেজিতে-৩০, আইকিউ-১০ এবং গণিতে ১০ নম্বর।  
এক বছরের এ কোর্সে ৩টি সেমিস্টার ও ১২টি কোর্স রয়েছে। প্রতি সেমিস্টারে ৪টি করে কোর্স থাকবে। এ কোর্স শেষ করতে  প্রতি শিক্ষার্থীর খরচ হবে ১ লাখ ১০ হাজার টাকা। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার দু’দিন ক্লাস অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।