ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
বাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটারি ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাকৃবি রোটারেক্ট ক্লাব ও রোটারেক্ট ক্লাব অব ময়মনসিংহ।

শনিবার (৩০ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ১১০টি মেহগনি ও আকাশ মনি গাছ রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, স্থল পরিকল্পনা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাছুমা হাবিব, রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি রোটারেক্টর সৈকত হোসেন, বাকৃবি রোটারেক্ট ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।