ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

না’গঞ্জে কলেজ-বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবিরোধী মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, আগস্ট ১, ২০১৬
না’গঞ্জে কলেজ-বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবিরোধী মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ এবং নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার এক মাস পূর্তিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্ব স্ব ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী ও শিক্ষকরা জঙ্গিবাদবিরোধী ব্যানার-ফেস্টুন নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ কার্যক্রমের প্রতিবাদ জানান।

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে প্রশাসন ও কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভায় কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের সতর্ক করে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।