ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের কর্মবিরতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আসাদুজ্জামানকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীরা মারধর করায় এর প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

 

বুধবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত-উল আলমের কাছে তারা আসাদুজ্জামানের উপর হামলার তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করাসহ ৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এ ঘটনায় প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুব হোসেনকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

গত মঙ্গলবার ( ২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. আসাদুজ্জামানকে মারধর করে ছাত্রলীগ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এমএএএম/জিসিপি/আরআই

**
নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে ছাত্রলীগের মারধর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।