ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আবাসন সংকট নিরসনের দাবিতে জবিতে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
আবাসন সংকট নিরসনের দাবিতে জবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন হল নির্মাণ ও কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল করে আবাসন সংকট নিরসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার (০৭ আগস্ট) সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। পরে তারা মিছিলটি নিয়ে ক্যাম্পাসের প্রধান গেট বন্ধ করে স্লোগান, প্রতিবাদী গান ও গেটের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করেন।

তবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন  যৌক্তিক। আমরা বিকেলে তাদের সঙ্গে বসার চেষ্টা করবো এবং তাদের দাবি ওপর মহলে পাঠানোর চিন্তা-ভাবনা চলছে। আশা করি তারা একটি ইতিবাচক সাড়া নিয়ে ফিরবেন।

তবে শিক্ষর্থীরা বলছেন, এর আগেও প্রশাসন আমদের একইভাবে লক্ষ্যচ্যূত করেছে। সবার সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এএটি/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।