ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে দোকান মালিক সমিতির ধর্মঘট স্থগিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
জাবিতে দোকান মালিক সমিতির ধর্মঘট স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দোকান মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রোববার (০৭ এপ্রিল) তিন গেটের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দোকান মালিক সমিতির সঙ্গে আলোচনা করেছে। আলোচনায় আমাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। এতে আমরা তিন গেটের সব দোকান বন্ধ রাখার
কর্মসূচি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞপ্তিতে প্রধান গেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন, জয়বাংলা গেটের সাধারণ সম্পাদক মো. সোহাগ, বিশমাইল গেটের সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন স্বাক্ষর করেন।

বাংলাদেশ  সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ