ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
শাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি রিসোর্সের ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং হেকেপের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসাইন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ারুল ইসলাম দ্বীপু, কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের লাইব্রেরিয়ান আব্দুলি হাই সামেনি প্রমুখ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় লাইব্রেরির রিসোর্সের (বই, ই-বুক, জার্নাল ইত্যাদি) ব্যবহার নিয়ে বক্তব্য উপস্থাপনা করেন জুনিয়র লাইব্রেরিয়ান আখতারুজ্জামান রাসেল।

অনুষ্ঠানে ক্যাটালগ সার্চিংয়ের ওপর আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।