ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বনায়নের মাধ্যমে সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার (১০ আগস্ট) জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি রুপে যে খ্যাতি লাভ করেছে তা সম্ভব হয়েছে বনায়নের মাধ্যমে। আমাদের ক্যাম্পাসে বৃক্ষরোপণের যে ধারা রয়েছে তা অব্যাহত রাখবো। আর যদি কোনো কারণে গাছ কাটতে হয় তা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাটবো।

এ সময় তিনি বিরল প্রজাতির বৃক্ষ রোদ্র পলাশ, হলুদ শিমুল ও বুদ্ধ নারিকেলের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহা. তালিম হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. মনোয়ার হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এএটি/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।