ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও জাতীয়করণ হয়নি শ্রীফলতলা স্কুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও জাতীয়করণ হয়নি শ্রীফলতলা স্কুল

ঢাকা: প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর প্রায় তিন বছর অতিবাহিত হলেও বাগেরহাটের শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হয়নি বলে দাবি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবদুল মান্নান শেখের।


শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি।


এই প্রধান শিক্ষক বলেন, ২০১৩ সালের ১৩ নভেম্বর শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যালয়টিকে জাতীয়করণ করবেন। অথচ জাতীয়করণ হলো পাশের অন্য স্কুল। এ বিষয়ে আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ‍আগস্ট ১৩, ২০১৬
ইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।