ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহ ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
ঝিনাইদহ ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ 

ঝিনাইদহ: যশোর বোর্ডের অধীনে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাস করেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এবারের পরীক্ষায় ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৫১ এবং মানবিক বিভাগ থেকে একজন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তারা সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছেন।  

শিক্ষার্থীরা হলেন-কাবির, মেজবাহ, নাঈমুর, রায়হান, ইশতিয়াক, নাভিদ, ফারহান, হাসিব, পলাশ, মনোয়ার, অর্নব, মাহির, হাসান, আসিফ, বাঁধন, পারভেজ, আলভী, জুবায়ের, মহিউদ্দিন, তানভীর,  সাদিক, সিফাত, মোস্তফা, রিফাত, সাদ, কাইয়ুম, ইব্রাহিম, তুর্য, নাজমুল, শাহরিয়ার, নাঈম, মুহতাসিম, নয়ন, রাইসুল, মাহদী, ফরহাদ, জুয়েল, সামী, রাফি, আরাফাত, ইসলাম,  নাফিজ, এনামুল, তাছলিম, সাগর, মারুফ, মুস্তাফিজ, আহমেদ, সাকিব, হানিফ, আরিফ ও মানবিক বিভাগের নাহিদ।  

কলেজর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলেও জানান কলেজের অধ্যক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।