ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা ৫৮২৭৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা ৫৮২৭৬     ছবি- শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার মেধা তালিকায় সর্বোচ্চ ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪৮ হাজার ৯৫০ জন শিক্ষার্থী।

আর মাদ্রাসা, কারিগরি মিলে পেয়েছেন ৯ হাজার ৩২৬ জন।
 
বৃহস্পতিবার (১৮ আগস্ট) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গতবারের তুলনায় এবার ১৫ হাজার ৩৮২ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
 
ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ১১০ জন। এর মধ্যে ছেলে ১৫ হাজার ২৪৫ জন এবং মেয়ে ১২ হাজার ৮৬৫ জন। ২০১৫ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৮৯৩ জন। তার মধ্যে ছেলে ১০ হাজার ৩০২ জন এবং মেয়ে ৮ হাজার ৫৯১ জন।
 
রাজশাহী বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৫ জন। ছেলে ৩ হাজার ৫৮০ জন, মেয়ে ২ হাজার ৪৯৩ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ২৫০ জনের মধ্যে ছেলে ২ হাজার ৮৬৫ জন, মেয়ে ২ হাজার ৩৮৫ জন।
 
কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯১২ জন। ছেলে ৯৫৮ জন এবং মেয়ে ৯৪৪ জন। গত বছর ছিল ১ হাজার ৪৫২ জন। যার মধ্যে ছেলে ৭৫৪ জন, মেয়ে ৬৯৮ জন।
 
যশোর বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৬১৬ জন, মেয়ে ১ হাজার ৯৭০ জন। গত বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৯২৭ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ১ হাজার ৯৮ জন, মেয়ে ৮২৯ জন।
 
বরিশাল বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৭৮৭ জন। এর মধ্যে ছেলে ৪১৬ জন, মেয়ে ৩৭১ জন। ২০১৫ সালে একই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৩১৯ জন। তার মধ্যে ছেলে ৬৬০ জন এবং মেয়ে ৬৫৯ জন।

সিলেট বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৩০ জন। এর মধ্যে ছেলে ৭৯৪ জন, মেয়ে ৫৩৬ জন। ২০১৫ সালে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৩৫৬ জন। যার মধ্যে ছেলে ৭৯৮ জন, মেয়ে ৫৫৮ জন।
 
দিনাজপুর বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৩৩৪ জন, মেয়ে ১ হাজার ৫৬৫ জন। ২০১৫ সালে এ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৩৯৫ জন। তার মধ্যে ছেলে ১ হাজার ৫০৮ জন, মেয়ে ৮৮৭ জন।
 
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪১৪ জন। এর মধ্যে ছেলে ১ হাজার ৭৬৭ জন, মেয়ে ৬৪৭ জন। এইচএসসি ভকেশনাল এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ২৩৪ জন, মেয়ে ৩ হাজার ৩৫৩ জন।

অন্যান্য ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছে ৩২৫ জন। এর মধ্যে ছেলে ১৮৩ জন এবং মেয়ে ১৪২ জন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।