ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গার্হস্থ্য অর্থনীতিকে ঢাবির পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবি

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
গার্হস্থ্য অর্থনীতিকে ঢাবির পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সব গার্হস্থ্য অর্থনীতি কলেজকে একীভূত করে পূর্ণাঙ্গ ইনিস্টিটিউট করার দাবি জানিয়েছেন ওই কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো হচ্ছে- গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (গ্রীণরোড), ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স (লালমাটিয়া), ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (ময়মনসিংহ)। এর মধ্যে আজিমপুর ক্যাম্পাস ছাড়া বাকি তিন কলেজ বেসরকারি। শিক্ষার্থীরা সহ-শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সব শাখায় সমস্ত ভর্তি কার্যক্রম ও বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা এই দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৯টায় গ্রীণরোড কলেজের সামনে সমাবেশ করার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসকেবি/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।