ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাস্টার্সে ৩য় রিলিজ স্লিপে ভর্তির আবেদন শুরু ২৯ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
মাস্টার্সে ৩য় রিলিজ স্লিপে ভর্তির আবেদন শুরু ২৯ সেপ্টেম্বর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে। ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ০৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যে সব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাননি, ভর্তি বাতিল করেছেন, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়তা করেছে তারা তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd)  থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।