ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (০৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কাউন্সিল কক্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কলা ও মানবিক অনুষদের বিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রশিদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক কে এম আক্কাছ আলী, সহযোগী অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারি, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত
ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।