ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি পরীক্ষার ৭ম দিনে সিলেটে অনুপস্থিত ২৪৭০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
জেএসসি পরীক্ষার ৭ম দিনে সিলেটে অনুপস্থিত ২৪৭০

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ৭ম দিনে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে সিলেট বোর্ডে অনুপস্থিত ছিলো ২ হাজার ৪৭০ পরীক্ষার্থী।

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ৭ম দিনে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে সিলেট বোর্ডে অনুপস্থিত ছিলো ২ হাজার ৪৭০ পরীক্ষার্থী।

 

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল ইসলাম বুধবার (৯ নভেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, এ বছর মোট ১ লাখ ৩২ হাজার ৯৯৬ জন পরীক্ষার্থী জেএসসি’তে অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষার্থী হলো ১ লাখ ২৮ হাজার ১০৬ জন। অংশ নিয়েছে ১ লাখ ২৫ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী।

বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ১২৪টি কেন্দ্রে ৩ হাজার ৭৪৪ জন বেশি পরীক্ষার্থী জেএসসি’তে অংশ নিয়েছে। কেন্দ্র বেড়েছে পাঁচটি এবং স্কুল বেড়েছে ১৩৫টি।

মোট ১ হাজার ৪টি বিদ্যালয় থেকে অংশ নেওয়া এক লাখ ৩২ হাজার ৯৯৬ পরিক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ২৬ হাজার ৬৯৭ এবং অনিয়মিত শিক্ষার্থী ৬ হাজার ২৭২ জন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনইউ/জিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।