ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার ২৫ নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ঢাবির ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার ২৫ নভেম্বর

২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ‘ক’ ইউনিটে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ‘ক’ ইউনিটে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ৫০০ পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেধাক্রম ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

২৬ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেধাক্রম ১০০১  থেকে ১৫০০ পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেধাক্রম ১৫০১ থেকে ২০০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

২৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেধাক্রম ২০০১ থেকে ২৫০০ পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেধাক্রম ২৫০১ থেকে ৩০০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

২৮ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেধাক্রম ৩০০১ থেকে ৩৫০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আদিবাসী, দলিত সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীসহ কোটাধারী শিক্ষার্থীদের ৩ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, মুক্তিযোদ্ধা কোটাধারী শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। আসন পূরণ হলে সাক্ষাৎকার নেওয়া বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, ইন্টারনেটের মাধ্যমে 
ডাউনলোডকৃত ভর্তি প্রাথমিক আবেদন ফরম ও সাবজেক্ট চয়েস ফরম নিয়ে উল্লেখিত মেধাক্রম অনুযায়ী নির্দিষ্ট দিনে ফার্মেসি অনুষদের ডিন অফিসে উপস্থিত থাকতে হবে।

‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২১ অক্টোবর। ১৭৪৫ আসনের বিপরীতে এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৩শ’ ৩০ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১০,২০১৬
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।