ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘সার্টিফিকেট অর্জনই শিক্ষা নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
‘সার্টিফিকেট অর্জনই শিক্ষা নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন প্রজন্মকে মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষিত হতে হবে, সার্টিফিকেট অর্জনই শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন। শনিবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন...

বগুড়া: নতুন প্রজন্মকে মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষিত হতে হবে, সার্টিফিকেট অর্জনই শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (বিআইআইটি), বগুড়ার কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এজন্য প্রয়োজন আত্মবিশ্বাস। তাদের আত্মবিশ্বাসী হতে হবে।

বিআইআইটি’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত সচিব (কারিগরি) ও বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হানা ইসলাম, বগুড়া পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী গোলাম মোস্তফা, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (ভিটিটিআই) অধ্যক্ষ শাহাদত, রাজশাহী মহিলা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমবিএইচ/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।