ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে ফ্রেশার্স ডে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আইইউবিতে ফ্রেশার্স ডে অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশের (আইইউবি) ‘ফ্রেশার্স ডে ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও জনসংযোগ শাখার...

ঢাকা: দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশের (আইইউবি) ‘ফ্রেশার্স ডে ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও জনসংযোগ শাখার পরিচালক খোন্দকার আমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ১০ নভেম্বর (বৃহস্পতিবার) বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনটি উদযাপন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

অন্যদের মধ্যে ছিলেন-আইইউবি’র ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর নেচে-গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবে নজর কেড়েছে আইইউবি জিমনেসিয়ামের উদ্যোগে ‘শরীরচর্চা’ প্রদর্শনী। এ বিভাগে অংশগ্রহণকারীরা শিগগির ‘মি. বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।