ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
শেকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাস করা শিক্ষার্থীদের ঘোষিত নতুন ডিগ্রি দেওয়ার দাবিতে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের সামনে মধ্যরাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ওই অনুষদের শতাধিক শিক্ষার্থী।

ঢাকা: পাস করা শিক্ষার্থীদের ঘোষিত নতুন ডিগ্রি দেওয়ার দাবিতে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের সামনে মধ্যরাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ওই অনুষদের শতাধিক শিক্ষার্থী।

বৃহস্প্রতিবার (১৭ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের সভা সামনে রেখে শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন বলে জানা গেছে।

এরআগে বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে অনুষদের সামনে এ অবরোধ শুরু করেন তারা।
 
শেকৃবির প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় শিক্ষার্থীদের  হলে ফেরার অনুরোধ করা হয়েছে। অন্তত মেয়েদের হলে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু ওরা কথা শোনেনি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, গত ৩ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় ডিগ্রির নাম বিবিএ (এগ্রিবিজনেস) থেকে পরিবর্তন করে স্নাতক পর্যায়ে বিএসসি  ইন এগ্রিকালচারাল ইকোনোমিকস এবং স্নাতকোত্তর পর্যায়ে এমএস ইন এগ্রিকালচারাল ইকোনোমিকস করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সভার পরিপত্রে  এর সুস্পষ্ট নির্দেশনা ছিল না। ফলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

এ বিষয়ে ওই অনুষদের ডিন প্রফেসর নুর মো. রহমতউল্লাহ বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় যে সিদ্ধান্ত নেওয়া হবে তাই বাস্তবায়িত হবে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।