ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে দর্শনের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়: মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে দর্শনের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, দর্শনকে শুধু একটি বিভাগের গণ্ডিতে আবদ্ধ রাখলে চলবেনা, এর চিরন্তন নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ব দর্শন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এবং গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এ আলোচনা সভার আয়োজন করে।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বিখ্যাত দার্শনিকরা বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে গেছেন। প্রাণঘাতী যুদ্ধের বিরুদ্ধে তারা সদা সোচ্চার ছিলেন। তাদের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সত্যিকার প্রজ্ঞাবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান ও কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
এসময় অধ্যাপক ড. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. নীরু কুমার চাকমা, অধ্যাপক ড. গালিব আহসান খানসহ বিভাগীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।