ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসআইইউতে টিম বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসআইইউতে টিম বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টিম বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন অ্যান্ড কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টিম বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন অ্যান্ড কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক একরামুল ফারুক।
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর অতিরিক্ত পরিচালক সহকারী অধ্যাপক মো.মশিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. মুনির উদ্দীন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন অ্যান্ড কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের পরিচালক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, প্রক্টর মাহবুব ইবনে সিরাজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।