ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ১৯ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
পবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ১৯ পরীক্ষার্থী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছেন ১৯ জন।

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছেন ১৯ জন।

আগামী ২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.pstu.ac.bd) থেকে জানা যাবে।

ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ৬১৭টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মো. মাহফুজুর রহমান।

তিনি জানান, এবার ‘এ’ ইউনিটে (কৃষি, অ্যানিমের সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, মৎস্য বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স) প্রতি আসনের বিপরীতে ১২ জন, ‘বি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ) ২৪ জন এবং ‘সি’ ইউনিটে (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ) ৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।