ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফিদেল কাস্ত্রোর স্মরণে জবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ফিদেল কাস্ত্রোর স্মরণে জবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর স্মরণে ছাত্র সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জবি: কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর স্মরণে ছাত্র সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতেই ফিদেল কাস্ত্রোর স্মরণে গান ও অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রনেতারা।

এরপর জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মেহেরাব আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড সাইফুজ্জামান সাকন, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার সুশান্ত সিনহা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারা বিশ্ব যখন পুঁজিবাদী শোষণে পিষ্ট ছিল। তখন কমরেড ফিদেল কাস্ত্রো কিউবাসহ সারা বিশ্বের শোষিত নির্যাতিত মানুষকে মুক্তির আলো দেখিয়েছেন। তিনি মানুষকে দিয়েছেন শতভাগ শিক্ষার নিশ্চয়তা। দিয়েছেন উন্নত চিকিৎসা সেবা।

বক্তারা আরও বলেন, আজ কিউবানদের গড় আয়ু গোটা আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি। ফিদেল কাস্ত্রো সারা বিশ্বের শোষণ-নিপীড়ন বিরোধী মানুষের পরম মিত্র। বৈষম্যহীন কিউবার সমাজতান্ত্রিক ব্যাবস্থা সমগ্র ল্যাটিন আমেরিকা তথা সারা বিশ্বের মানুষের মধ্যে অনুপ্রেরণা যোগায়। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে যে কোনো সংগ্রামে কমরেড ফিদেল কাস্ত্রো সংগামী মানুষের মধ্যে অনুপ্রেরণা যোগায়।

ফিদেল কাস্ত্রো মৃত্যুহীন প্রাণ। শোষণ বঞ্চনার পুঁজিবাদী ব্যাবস্থা উৎখাতের যে সংগ্রাম সারা বিশ্বব্যাপী চলছে, সেই সংগ্রামে ফিদেল কাস্ত্রো উজ্জল ধ্রুব তারার মতো পথ দেখাবে বলেও মন্তব্য করেন বক্তারা।

সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকার।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
ডিআর/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।