ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে জালিয়াতির হোতাদের বিচার দাবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
শাবিপ্রবিতে জালিয়াতির হোতাদের বিচার দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার মূল হোতাদের বিচার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘স্টুপিড' বলে গালি দেওয়া শিক্ষককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার মূল হোতাদের বিচার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘স্টুপিড' বলে গালি দেওয়া শিক্ষককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন, মৌন মিছিল ও উপাচার্যের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

দুই ঘণ্টাব্যাপী সমাবেশে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক তৌহিদ জামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-সারোয়ার তুষার, রাকিবুল সাজন, জাহাঙ্গীর এ নোমান ও কাসিব মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।