ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে মেধাস্বত্ত্ব অধিকার বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
বাকৃবিতে মেধাস্বত্ত্ব অধিকার বিষয়ক কর্মশালা বাকৃবিতে মেধাস্বত্ত্ব অধিকার বিষয়ক কর্মশালা-ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি সংশ্লিষ্ট নানা প্রযুক্তির উদ্ভাবন, সম্প্রসারণ ও মেধাস্বত্ত্ব সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কৃষি অনুষদের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

এসময় বিশেষজ্ঞরা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন ফসলের জাত, মাছের জাত ও গবাদি পশুর টিকা উদ্ভাবন করে আসছেন।

যা বিশ্ব দরবারে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে মূল্যবান। কিন্তু মেধাস্বত্ত্ব সংরক্ষণ না করায় উদ্ভাবনকারীরা সে পণ্যের স্বত্ত্বাধিকারী দাবি করতে পারছেন না। মেধাস্বত্ত্ব সংরক্ষণের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সঞ্চালক অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।