এরই মধ্যে দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেন্ডার সমতা নিশ্চিত করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কেবল সমতাই নয়, কোনও কোনও ক্ষেত্রে মেয়ারই আজ বেশি এগিয়ে।
রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একাদশতম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন শেখ হাসিনা।
তিনি জানান, বাংলাদেশ অন্তর্ভূক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলা প্রস্তুত।
এই সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা এমন একটি সুপারিশ দিতে পারবেন যা বিশ্বের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা।
এই সম্মেলনের মাধ্যমে যে ঢাকা ঘোষণা আসবে তা হবে সকলের জন্য উপযোগী এই আশাবাদ ব্যক্ত করে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমএমকে