প্রতিদিন সকাল ১০টা থেকে রাজধানীর আঁগারগাওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে জানায় পিএসসি।
প্রার্থীদের ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হবে না।
গত ৭ ফেব্রুয়ারি এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।
বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
গত বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বছরের ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।
গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হয় ৬ সেপ্টেম্বর, আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০৭
এমআইএইচ/এএ