ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ সরকারি কর্ম কমিশন/সংগৃহীত

ঢাকা: ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১২ মার্চ থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাজধানীর আঁগারগাওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে জানায় পিএসসি।
 
প্রার্থীদের ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হবে না।

পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
 
গত ৭ ফেব্রুয়ারি এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।
 
বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
 
গত বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বছরের ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।
 
গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হয় ৬ সেপ্টেম্বর, আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০৭
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।