সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত ছাত্র তৌকির আহমেদকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নাস্তা করার উদ্দেশ্যে তৌকির ক্যাম্পাসের হল থেকে দোকানের দিকে যাচ্ছিলো। পথে তানভীর এবং তার বন্ধুদের সঙ্গে দেখা হলে সালাম না দেওয়ায় তাকে রড ও হাতুরি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তৌকিরের সহপাঠীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জয় বাংলানিউজকে বলেন, এ ধরনের ঘটনা সত্যিই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। কর্তৃপক্ষ আহত ছাত্রের চিকিৎসার খোঁজ রাখছে, তদন্ত সাপেক্ষে তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইকবাল হাসান বলেন, তৌকর এখন শঙ্কামুক্ত তবে সুস্থ হতে সময় লাগবে।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এটি