আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের এক বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান রুপকের সঙ্গে কথা কাটাকাটি এবং জুনিয়রের হাতে তাকে পেটানোর অভিযোগ ওঠে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- মনিরুজ্জামান মনির, সুমন তালুকদার, মৃন্ময় দাস ঝুটন, উজ্জ্বল সাহা, নাহিদ, পিয়াস, মুনকির, জয়, ইয়ামিন, পাপলু, শিহাব, শামসুল, জাহিদ, জুবায়ের, রুপক, মনোয়ার হোসেন, সিমান্ত, ফিরোজ, আদনান প্রমুখ।
তবে সংঘর্ষের সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি।
এ বিষয়ে সাধারণ সম্পাদক ইমরান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। আর রুপকের মোবাইল বন্ধ পাওয়া যায়।
শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বাংলানিউজকে বলেন, আমরা সিনিয়র-জুনিয়রের মধ্যে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও প্রধান ফটকে বাতি নিভিয়ে হামলা চালানো হয়। ফলে উদ্যোগটি ভণ্ডুল হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসএস/জেডএস