হল শাখা ছাত্রলীগ সূত্র জানায়, নতুন কমিটি হওয়ার পর সমঝোতার ভিত্তিতে রুম নির্ধারণ করে ছাত্রলীগের দু’গ্রুপ। এতে ৫২০ নম্বর কক্ষটি হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহেদ খান সমঝোতার ভিত্তিতে ভাগাভাগি করে।
ঘটনার বিষয়ে হলের হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, আমি সিট নিয়ে কোনো ঝামেলায় যেতে চাইনি। আমরা সমঝোতার ভিত্তিতে রুম ভাগ করেছিলাম। কিন্তু রোববার ৫২০ নম্বর রুমে আমার একটি সিট ফাঁকা হলে সেখানে আমি একজনকে পাঠাই। তখন তারাও পাঠাতে চায়। উঠাতে না পেরে তারা সুমন নামে ওই রুমে থাকা এক ছাত্রকে মারধর করে ও মানিব্যাগ নিয়ে যায়।
হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান বাংলানিউজকে বলেন, মারামারি হয়নি। কথা কাটাকাটি হয়েছে। আমি ঘটনার সময়ে বাইরে ছিলাম।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বাংলানিউজকে বলেন, আমি ঘটনাটি এখনো শুনেনি। এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেবো।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসকেবি/আরবি