ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিসাসকে কম্পিউটার দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
জাবিসাসকে কম্পিউটার দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন জাবিসাসকে কম্পিউটার দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (জাবিসাস) একটি কম্পিউটার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল রুমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিক সমিতির নেতাকর্মীদের হাতে এ কম্পিউটার তুলে দেন।

এ সময় উপাচার্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।

জাবিসাসকে কম্পিউটার অনুদান দেওয়ায় সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহম্মেদ সুজন বিশ্ববিদ্যালয় প্রশাসন ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সহ-সভাপতি আরিফুল ইসলাম নেহাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দফতর ও প্রকাশনা সম্পাদক নূর আলম হিমেল, কার্যকরী সদস্য আসাদুজ্জামান প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ১৯৭২ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে এখানকার ৪৫ জন সাংবাদিক বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জিপি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।