ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বর্জ্যপানি ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
শাবিপ্রবিতে বর্জ্যপানি ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বর্জ্যপানি ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকালে বিশ্ব পানি দিবসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।

উপাচার্য বলেন, শিল্পায়নের ফলে সারাবিশ্বে প্রাকৃতিক পরিবেশ ব্যাপক ক্ষতির মুখে। এক্ষেত্রে জনগণের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন উপাচার্য।

এ সময় বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের সহ-সভাপতি এইচ এস মোজাদ্দাদ, সহযোগী অধ্যাপক মিসবাহ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।