ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববি’র ভর্তি পরীক্ষায় পাসের হার ১৫.৬০ শতাংশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ববি’র ভর্তি পরীক্ষায় পাসের হার ১৫.৬০ শতাংশ ভর্তি পরীক্ষার ফলাফল উপস্থাপন অনুষ্ঠান

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় অনলাইনে প্রকাশিত এ ফলাফলে ‘ক’ ইউনিটে পাসের হার ১৯.৭৯ শতাংশ, ‘খ’ ইউনিটে পাসের হার ৮.২২ শতাংশ এবং ‘গ’ ইউনিটে পাসের হার ১৩.০১ শতাংশ।  

ফলে ৩টি ইউনিটে গড় পাসের হার ১৫.৬০ শতাংশ।

 

বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।  

আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, ফলাফল প্রস্তুতকরণ ও তথ্য প্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি শেরে-বাংলা হলের প্রভোস্ট মো. ইব্রাহীম মোল্লা, সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ই একমাত্র পথিকৃৎ যেখানে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে প্রচলিত ‘ঘ’ ইউনিট বাতিল করা হয়েছে এবং ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে পরীক্ষা কেন্দ্রে অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করেছে।  

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd এ পাওয়া যাবে।

বাংলা‌দেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।