ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে শুরু হচ্ছে আন্তঃহল কুইজ প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ঢাবিতে শুরু হচ্ছে আন্তঃহল কুইজ প্রতিযোগিতা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিইউআইটিএস নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) উদ্যোগে দ্বিতীয়বারের মতো তথ্য-প্রযুক্তি নির্ভর আন্তঃহল কুইজ প্রতিযোগিতা শুরু হবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

‘ডিইউআইটিএস-ফ্লোরা ২য় আন্তঃহল কুইজ প্রতিযোগিতা-২০১৭’ শিরোনামে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীরা অংশ নেবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাদেকুল ইসলাম। তিনি জানান, প্রতিটি হল থেকে ২০ জন প্রতিযোগীকে বাছাই করা হবে।

প্রথম রাউন্ড শেষ হবে ২ ডিসেম্বর। আর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আসমা আক্তার ইতি, সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসকেবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।