ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে নিরাপদ খাদ্য উৎপাদনে করণীয় শীর্ষক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
হাবিপ্রবিতে নিরাপদ খাদ্য উৎপাদনে করণীয় শীর্ষক সেমিনার কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অতিথিরা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: জলবায়ু সহনশীল কৃষি প্রকল্প কারিতাস দিনাজপুরের তত্ত্বাবধানে নিরাপদ খাদ্য উৎপাদনে করণীয় শীর্ষক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী কারিতাস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

 

কারিতাস দিনাজপুর অঞ্চলের পরিচালক যোগেন জুলিয়ান বেসরার সভাপতিত্বে সেমিনারে ‘কৃষি উৎপাদন বৃদ্ধি বনাম নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ’ মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাবিপ্রবি'র ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর আবুল কাসেম বলেন, দেশে আমরা যেমন খাদ্য উৎপাদন বাড়িয়েছি তেমনি খাদ্য নিরাপত্তার ব্যাপারেও স্ব স্ব অবস্থান থেকে সচেতনতা বাড়াতে হবে।  

যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসআইডি) ও প্রাকটিক্যাল অ্যাকশন এর সহায়তায় কারিতাস দিনাজপুর অফিস এ প্রকল্প বাস্তবায়ন করছে।  

সেমিনারে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।