বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুগপোযোগী বিভাগ চালুর মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় রাজাকার ও ধূমপানমুক্ত বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি এর সাথে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনের সাথে জড়িত সমগ্র বরিশালবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তোমাদের স্বাগতম। নবীন এ বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে তোমাদের ভূমিকা রাখতে হবে। তাহলেই বিশ্ববিদ্যালয়টি অচিরেই দক্ষিণাঞ্চলের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, ডিজিএফআই বরিশালের বিভাগীয় প্রধান কর্নেল জিএস জিএম শরিফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অনারারী প্রফেসর ড. শফিউর রহমান, প্রাক্তন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো: হাসিনুর রহমান, মৃৎ শিল্পী বরুণ রায় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ২২টি বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, প্রভোস্টবৃন্দ,পরিচালকবৃন্দ,শিক্ষকমন্ডলী,ছাত্র উপদেস্টাবৃন্দ,২২টি বিভাগের শিক্ষার্থীবৃন্দ,দপ্তর প্রধানগণ,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে সকাল ৯ টায় জাতীয় পতাকা,বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবসের শুভ সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।
এ সময় ট্রেজারার অধ্যাপক ড.এ কে এম মাহবুব হাসান,বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শফিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপাচার্য’র নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি বের করা হয়। যা বরিশাল-পটুয়াখালী-ভোলা মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেই থেকে এ দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশ সময় : ০৪০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমএস/জেএম