ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবিতে শাবিপ্রবিতে অবরোধ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবিতে শাবিপ্রবিতে অবরোধ শাবিপ্রবির প্রধান ফটকে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগে র‌্যাগিংয়ের অভিযোগে আজীবন বহিষ্কারাদেশ বিবেচনার দাবিতে প্রধান ফটক অবরোধ করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সড়ক অবরোধ করে রাখে তারা। এতে বিশ্ববিদ্যালয়ের এক কিলোমিটার রোডে যান চলাচল বন্ধ ছিল।

 

অবরোধকালে শিক্ষার্থীরা ‘বিচারের নামে প্রহসন মানিনা’, ‘শাস্তি কমানো হোক’, ‘বিচারের নামে অনাচার বন্ধ হোক’, ‘আমার ভাইয়ের জীবন নষ্ট হতে দেবোনা’ ইত্যাদি লেখা দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

১৫ ফেব্রুয়ারি র‌্যাগিংয়ের নামে অর্ধনগ্ন করে নির্যাতন করার অভিযোগে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ ২১ জনকে জরিমানা করা হয়।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।