ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে ৩২৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বরিশালে ৩২৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ৮ পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা।

ব‌রিশাল: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বাংলা প্রথমপত্রে বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় ১৭৪টি কেন্দ্রে ৩ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এছাড়া পরীক্ষার প্রথম দিনে আট পরীক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে। এরমধ্যে ভোলায় চারজন, বরিশালে দু’জন ও বরগুনায় দু’জন পরীক্ষার্থী রয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ৮২২ জন, ঝালকাঠি জেলায় ৩৩৮ জন, পিরোজপুর জেলায় ৩৭২ জন, পটুয়াখালী জেলায় ৬৩৫ জন, বরগুনায় ৩৩৮ জন ও ভোলায় ৭৫১জন রয়েছে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।

তিনি জানান, এবার বরিশালে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিলো।

বাংলা‌দেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ন‌ভেম্বর ১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।