মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং ইইউ-এর মধ্যে চুক্তিসই হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং ইইউ’র পক্ষে রাষ্ট্রদূত রেনজি টেরিংক চুক্তিতে সই করেন।
তবে এ কর্মসূচিতে মোট ব্যয় হবে ৩৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা, ইউনিসেফ এ প্রকল্পের আওতায় ঋণ-অনুদান দেবে।
‘হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১’ প্রকল্পেও এ অনুদান ব্যবহার করা হবে। এ প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে উন্নতমানের শিক্ষা দেওয়ার মাধ্যমে দেশব্যাপী দ্রুত শিক্ষার বিস্তার ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করা হবে। এছাড়া গতিশীল ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমআইএস/এসএইচ